সৌদি আরবের মিনায় পবিত্র হজের সময় প্রচণ্ড ভিড়ের চাপে নিহত হাজীর সংখ্যা বেড়ে ২ হাজার ১৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার শিকার হয়েছে বিশ্বের ৩০টি দেশ। বিভিন্ন দেশের দেয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানা গেছে। খবর এএফপির। তবে, সৌদি আরব প্রথম দিকে ৭৭০ জন হাজী নিহতের কথা বলেছিল এবং এ পর্যন্ত সে সংখ্যা আর বাড়ায়নি। ইরান বলছে, মিনায় অন্তত ৪ হাজার ৭০০ হাজী নিহত হয়েছেন। হাজী নিহতের দিক থেকে সবার আগে রয়েছে ইরান। ইরানি হাজী মারা গেছেন ৪৬৪ জন। এরপরেই রয়েছে নাইজেরিয়া। দেশটির হাজী নিহত হয়েছেন ১৯৯ জন।

মিনার ঘটনার আগে পবিত্র মসজিদুল হারামে বিশাল একটি ক্রেন ভেঙে অন্তত ১১০ জন নিহত ও ২০০র বেশি হাজী আহত হয়েছিলেন। এছাড়া, ২১ সেপ্টেম্বর দুটি হোটেলে আগুন লাগার ঘটনায় বহু হাজী আহত হন। এসব ঘটনায় সৌদি আরব মারাত্মক সমালোচনার মুখে পড়েছে।

সৌদি দুর্বলতার কারণে হজ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি জোরালো হয়েছে।