নির্বাচনে প্রার্থী হবেন মাশরাফি ও সাকিব- মোস্তফা কামাল

0
675
নির্বাচনে প্রার্থী হবেন মাশরাফি ও সাকিব- মোস্তফা কামাল

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আগামী নির্বাচন প্রার্থী হতে যাচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

মঙ্গলবার একনেকের সভা শেষে সাংবাদিকদের মোস্তাফা কামাল বলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সাকিবও নির্বাচন করবে।’

যদিও কোন দলের হয়ে তারা নির্বাচন করবেন তা জানাননি মোস্তাফা কামাল। তিনি শুধু তাদের জন্য সহযোগিতা চেয়েছেন। এই ব্যাপারে মাশরাফি ও সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

একাদশ জাতিয় নির্বাচন হওয়ার কথা আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। এখনো খেলা চালিয়ে যাওয়া এই ক্রিকেটাররা নির্বাচন করলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অবস্থায় নির্বাচন করার প্রথম উদাহরণ তৈরি হবে।

সরাসরি রাজনীতির মাঠে না থাকলেও মাশরাফি নড়াইল এক্সপ্রেস নামের একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দিয়ে নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন।