নতুন সাজে পারাবত, তিস্তা ও একতা এক্সপ্রেস। ইন্দোনেশিয়ান নতুন কোচ শুক্রবার এ তিনটি ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। পুরনো কোচের পরিবর্তে এসব ট্রেনে যুক্ত করা হয়েছে নতুন কোচ।
শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটগামী পারাবত, সকাল ৭টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ রুটের তিস্তা এবং সকাল ১০টায় নতুন ব্রডগেজ কোচযুক্ত দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়া শুক্রবার রাত আটটায় দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ব্রডগজ কোচ নিয়ে যাত্রা শুরু করবে।
আজ সকালে উদ্বোধন শেষ এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী জানান, ঢাকা-মোহনগঞ্জ রুটে আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হবে।
রেলমন্ত্রী মুজিবুল হক অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে রেলের কোনো উন্নয়ন হয়নি। ট্রেনে ইঞ্জিন, কোচসহ কিছুই আমদানি করা হয়নি। রেল ছিল অবহেলিত। বর্তমান সরকারের সময় রেলওয়ের ব্যাপক উন্নয়ন হচ্ছে দাবি করে তিনি বলেন, এজন্য ৪৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ভবিষ্যতে রেলের ইঞ্জিন সংকট হবে না উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, নতুন কিছু ইঞ্জিন কেনার প্রক্রিয়া চলছে। কেনা হলে পুরাতন ইঞ্জিনের জায়গায় নতুন ইঞ্জিন যোগ হবে। রেলের বহরে নতুন ৪৬টি ইঞ্জিন এসেছে। আরও ৭০টি ইঞ্জিন আনার প্রক্রিয়া  চূড়ান্ত হয়েছে। এগুলো আসলে ইঞ্জিনের কোনো সমস্যা থাকবে না।
মন্ত্রী জানান, যদি ১৩ সেপ্টেম্বর ঈদ হয় তাহলে ঈদের আগের দিনের আগাম টিকিট না দিয়ে স্বাভাবিক নিয়মেই বিক্রি হবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে বহরে থাকা একহাজার ছয়টি কোচের সঙ্গে আরও ১৪০টি কোচ যোগ করা হয়েছে। নিয়মিতভাবে চলাচলকারী ২০২টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৮টি ইঞ্জিন। এবার ঈদে সারাদেশে প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে তারা।
৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত উপকূল এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, ও সুন্দরবন এক্সপ্রেস ছাড়া অন্য সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি থাকবে না।
ঈদের তিন দিন আগ থেকে আগামী ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ঈদের পরের সাত দিন আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন জোড়া করে বিশেষ ট্রেন চলবে।
ঈদকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। রেল ভবনে একটি কন্ট্রোল রুম করা হয়েছে, সেখান থেকে তারা দায়িত্ব পালন করবেন।