Home Hot News Today নতুন আয়োজনে ফিরে আসবো-জেমস

নতুন আয়োজনে ফিরে আসবো-জেমস

0
ব্যান্ড তারকা জেমস বলেছেন, প্রকাশনা শিল্পে ধস নামার কারণে অ্যালবাম বের করা হয়ে উঠছে না। কিছুদিন ধরে শিল্পীরা অনলাইনে গান প্রকাশ করছেন।
জেমস বলেন, প্রকাশনার এই নতুন মাধ্যমে শিল্পীরা ও সঙ্গীত আয়োজকরা কিভাবে তাদের পারিশ্রমিক পান এখনও তা জানা হয়নি। যদি অনলাইনে গান বা অ্যালবাম প্রকাশ করে রয়্যালিটি ঠিকভাবে পাওয়া যায় তাহলে নতুন আয়োজনে ফিরে আসবো। অনলাইনে গান প্রকাশ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।