Home Hot News Today দেশের শেয়ারবাজারকে চাঙ্গা করতে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে

দেশের শেয়ারবাজারকে চাঙ্গা করতে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে

দেশের শেয়ারবাজারকে চাঙ্গা করতে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ফরেন মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশি আইটি কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। বিদেশি বিনিয়োগ বাড়লে চাঙ্গা হয়ে উঠবে শেয়ারবাজার। আগামী মাস নাগাদ এ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে। এতে বিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশ উভয় পক্ষই লাভবান হবে।

সবার হাতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো বলেন, এ সেবা পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের আধুনিকায়ন জরুরি। আওয়ামী লীগ সরকার তথ্য প্রযুক্তিকে মানুষের কাছাকাছি নিয়ে আসতে পেরেছে।
সে কারণে গত ছয় বছরের শহুরে ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মধ্যে বিভেদ কমে এসেছে। এজন্য দেশের বর্তমান টেলিযোগাযোগ নীতিমালা সংশোধন করা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিনিয়োগ আকৃষ্ট করতে রাজধানীর র্যাডিসন হোটেলে দিনব্যাপী এই সামিটের আয়োজন করে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর। বেসিসের সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সামিটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টেলিনরের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আরো বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি রেকর্ড, পরীক্ষার ফলাফল, সরকারি বিভিন্ন ফরম, মোবাইল ব্যাংকিং, লাইফ ইন্সুরেন্স, ইংরেজি শিক্ষা, স্বাস্থ্যসেবার পরামর্শ আজ ডিজিটাল হয়েছে। আগে ভূমি রেকর্ডসহ সরকারি বিভিন্ন সেবা পেতে কয়েক সপ্তাহ লাগতো। এখন তা ২ থেকে ৫ দিনের মধ্যে পাওয়া যাচ্ছে। ভ্রমণ খরচ অর্ধেকে নেমে এসেছে। আগে গ্রাম থেকে কাউকে শহরে যেতে যাতায়াত, থাকা, খাওয়াসহ অনেক খরচ লাগতো। এখন তার কিছুই লাগছে না। বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইট এখন আমাদের। যেখানে ৫০ হাজারের বেশি লোক কাজ করছে। ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা হয়েছে।

২০১৮ সালের মধ্যে দেশের গ্রামাঞ্চলসহ সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে যাবে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে বাংলাদেশে ৭ লাখ মানুষ আইটি নির্ভর জীবিকা নির্বাহ করছে। আগামী ১০ বছরের মধ্যে আইটি ও সফটওয়্যার পার্ক তৈরি করা হবে।