Home Hot News Today নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের জন্যে দুঃখ প্রকাশ

নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের জন্যে দুঃখ প্রকাশ

ইন্দোনেশিয়ায় ক্রীড়া সামগ্রী প্রস্ততকারক একটি কোম্পানি সেদেশের একটি শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবের শার্টে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য প্রিন্ট করার পর দুঃখ প্রকাশ করেছে।

শার্টের গায়ে ধোয়ার ব্যাপারে যে নির্দেশনার ট্যাগ লাগানো আছে সেখানে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘এই শার্ট একটা নারীকে দেন। এটা তার কাজ।’

ইন্দোনেশিয়ার সুপার লীগ ক্লাব পুসামানিয়া বোরনিওর শার্টে এই নির্দেশনাটি প্রিন্ট করেছে স্যালভো স্পোর্টস।

তারপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এর সমালোচনা শুরু হয়।

এই পরিস্থিতিতে কোম্পানিটি রবিবার আন্তর্জাতিক নারী দিবস এজন্যে ক্ষমা প্রার্থনা করে।

“শার্টটা যাতে ভুলভাবে ধোয়া না হয়, সেজন্যে এই সরল বার্তাটা দেওয়া হয়েছে। আপনি এটা একজন নারীর কাছেও দিতে পারেন, কারণ তারা এবিষয়ে অনেক বেশি দক্ষ।” স্যালভো স্পোর্টস টুইটার অ্যাকাউন্টে এই মন্তব্য করেছে।

কোম্পানিটি বলছে, “নারীদের অপমান করার কোনো ইচ্ছাই এখানে ছিলো না। বরং আমরা পুরুষদের বলতে চেয়েছি কাপড় চোপড়ের যত্ন করার ব্যাপারে নারীদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্যে।”

তবে এই নির্দেশনার ভুল ব্যাখ্যার জন্যে তারা দুঃখিত।

তবে এই ক্ষমা চাওয়ার ঘটনা এমন সময়ে ঘটলো যখন বিশ্বজুড়ে নারী দিবস পালিত হচ্ছে।

সুত্রঃ BBC BANGLA