মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, তেল লুট করতে ইরাকে আসেনি যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা আমেরিকানরা সাধারণত অর্থের বিনিময়ে গ্যাস ও তেল কিনি’।
জিম ম্যাটিস যোগ করেন, আমি নিশ্চিত যে আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখবো। আমরা তেল দখল করতে ইরাকে আসিনি।’ সোমবার বাগদাদ পৌঁছে ম্যাটিস এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সংশয়ে থাকা ইরাকি অংশীদারদের আশ্বস্ত করতে তিনি সেদেশ সফরে গেছেন। এএফপি।