Home Hot News Today ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে অপু সরকার (২০) নামে এক ছাত্রকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার সকাল সাড়ে আটটার দিকে অপুকে ওই হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
হাসপাতালে নিয়ে আসা অপুর রুমমেট রতন কীর্তনিয়ার জানান, হলের অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন অপু। তিনি অ্যাকাউন্টিং ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে।
রতন সাংবাদিকদের বলেন, ‘অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে অপুসহ কক্ষে সবাই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে না ওঠায় সকাল আটটার দিকে অপুকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার অপুর রুমের অন্য সদস্যদের কাছ থেকে ঘটনাটি জেনেছেন বলে জানিয়েছেন।