জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তার ‘বিপুল আস্থা’ রয়েছে। তার আশা, দুই দেশের মধ্যে বিশ্বাসের শক্তিশালী বন্ধন গড়ে উঠবে।
বৃহস্পতিবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ৯০ মিনিটের বৈঠকের পর এসব কথা জানান তিনি।
নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার আশংকা দেখা দেয়।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়ে ফোন করেন আবে। এরপর গতকাল তাদের মধ্যে মুখোমুখি কথা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হলো।
শিনজো আবে ট্রাম্পের সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত ৯০ মিনিটের বৈঠককে ‘খোলামেলা’ এবং বৈঠকের পরিবেশকেও ‘উষ্ণ’ বলে করেছেন আবে।
তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। আবে শুধু জানিয়েছেন, বিভিন্ন ইস্যুতে গভীরতর আলোচনার জন্য আবারও মিলিত হওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের নিকটতম বন্ধু হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরবর্তী জাপানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বেশ কাছ থেকে কাজ করেছে দেশটি।
তবে যুক্তরাষ্ট্রের সৈন্য নিজেদের ভূমিতে ব্যবহারের জন্য জাপানকে অর্থ প্রদান করা উচিত বলে নির্বাচনী প্রচারণায় সময় জানান ট্রাম্প। এমনকি, ওবামা সরকারের আমলে জাপানসহ প্যাসেফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে হওয়া একটি চুক্তিতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। আর সে কারণে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক অটুট থাকার ব্যাপারে সন্দেহ দেখা দেয়।