আসছে জার্মানিতে মাইগ্রেশনের নতুন আইন ২০১৮
আসছে জার্মানিতে মাইগ্রেশনের নতুন আইন ২০১৮

এই আইন জার্মানিতে আসা থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক সহজ করে দিবে। তো বেশি ভনিতা না করে আসুন চলে যাই মুল কথায় !

কি থাকছে নতুন জার্মানির মাইগ্রেশন আইন ২০১৮তেঃ

১। চাকরি পেতে বাংলাদেশের ডিগ্রিই যথেষ্টঃ 

জার্মানি স্বীকৃত তালিকাভুক্ত বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডিগ্রি নিয়েই সরাসরি জার্মানিতে কাজ করা যাবে। সেটা হতে পারে পাবলিক , ন্যাশনাল , প্রাইভেট অথবা কারিগরি বিশ্ববিদ্যালয়। আরও খুলে বলি , আপনি বাণিজ্যে ব্যাচেলর অথবা মাস্টার্স করেছেন এবং এই যোগ্যতা নিয়েই আপনি জার্মানিতে কাজ খুঁজতে পারবেন এবং কাজ পেলে জার্মানিতে আসতেও পারবেন । আপনার আর আলাদা জার্মান ডিগ্রি নেয়ার প্রয়োজন হবে না ।

এবং, বাংলাদেশে যারা ডিপ্লোমা করেছে, বা কোন কারিগরি শিক্ষা নিয়েছে, তারাও চাইলে সরাসরি জার্মানিতে কাজের আবেদন করতে পারবে এবং কোন কোম্পানি তাঁদের নিয়োগ দিলে সরাসরি ভিসা নিয়ে জার্মানিতে অভিবাসন করতে পারবে।

২।  জার্মানিতে কাজ খোঁজতে ৬ মাসের ভিসা পাবেনঃ 

ভারচুয়াল ভাবে ইন্টারনেটে বসে কাজ খোঁজার পাশাপাশি ছয় (৬) মাসের জন্য জার্মানিতে আসতে পারবেন সরাসরি কাজ খোঁজার জন্য । তাকে শুধুমাত্র এই সময়ের জন্য যথেষ্ট পরিমাণ আর্থিক সংস্থান, স্বাস্থ্য বীমা বা থাকার জায়গা দেখাতে হবে। আপনার বয়স যদি ২৫ বছরের কম হয় , তাহলে আপনি  চাইলে ৯ মাস পর্যন্ত শুধুমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি বা ইন্টার্র্নি খুঁজতে জার্মানিতে আসতে পারবেন। ব্যাপার গুলো কিন্তু অনেক মজার তাই না ?

৩। আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার স্বীকৃতির বিশাল সুযোগ জার্মানি মাইগ্রেশন আইন ২০১৮ঃ 

আপনার তেমন কোন ডিগ্রি নাই অথবা আপনার ডিগ্রির সরাসরি স্বীকৃতি নাই … তাহলে এই আইন আপনার জন্য নিয়ে আসছে বিশাল সুযোগ । আপনার  হাতে কলমে কাজের অভিজ্ঞতা আছে , সেই সাথে আছে নিপুণ কাজের দক্ষতা তাহলে আপনি সরাসরি জার্মানি এসে সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজের কাজের যোগ্যতা দেখিয়ে কাজ খুঁজে নিতে পারবেন ।

 

৪। রাজনৈতিক আশ্রয় বিষয়ের সংশোধনঃ 

যারা অবৈধভাবে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন, তারা চাইলে এখন জার্মানিতে আবাসনের জন্য যোগ্য হতে পারবেন। এর জন্যে আপনাকে জার্মান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে এবং পাশাপাশি জার্মান সামাজিক ইন্টিগ্রেশন।

এই ছিল জার্মানি মাইগ্রেশন আইন ২০১৮ সারসংক্ষেপ । আশা করা হচ্ছে নতুন এই আইন ডিসেম্বরের ১৯ তারিখে জার্মান ক্যাবিনেট থেকে পাস হবে।

তথ্যসূত্রঃ 

লিঙ্ক ১

লিঙ্ক ২