চলতি বছর অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে আসা প্রায় আট লাখ আশ্রয়প্রার্থী অভিবাসীকে জার্মানিতে আশ্রয় দিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রশাসন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী থমাস দ্যে মাইজিয়েরে সাংবাদিকদের জানান, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় তিন লাখ ৬০ হাজার অভিবাসী জার্মানি পৌঁছেছে। এর মধ্যে কেবল গত জুলাই মাসেই রেকর্ডসংখ্যক প্রায় ৮৩ হাজার অভিবাসী দেশটিতে পৌঁছান। আগস্টে এ সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এ সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে প্রায় চার গুণ। এরই মধ্যে এই বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীদের সাময়িক আবাসনের সংকট শুরু হয়েছে। সংকট সমাধানে জার্মানির স্থানীয়, প্রাদেশিক ও কেন্দ্রীয় প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়নও কাজ করে যাচ্ছে একযোগে। এমনিতে জার্মানিতে ৪৫ হাজার আশ্রয়প্রার্থীর জন্য সাময়িক আবাসন সুবিধা রয়েছে। ফলে এ বিপুলসংখ্যক অভিবাসীকে জায়গা করে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে জার্মান প্রশাসন। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মত যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আগত শরণার্থীদের জার্মানি আলাদা করার চেষ্টা করছে। কিন্তু তাদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি মানুষ বলকান উপদ্বীপের দেশগুলোর নাগরিক। আশ্রয়ের প্রয়োজনীয়তা বোঝাতে ব্যর্থ হলে বলকান উপদ্বীপের বাসিন্দাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে জার্মানি।