সম্প্রতি ঘোষিত হয়েছে বাংলাদেশ জাতীয় চলচিত্র পুরস্কার ২০১৪। এতে বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে পরিচালক চাষি নজরুল ইসলাম পরিচালিত ছবি ‘দেবদাস’। এই ছবিতে অভিনয় এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নায়িকা মৌসুমি নির্বাচিত হয়েছেন। এতেই ক্ষিপ্ত হয়েছেন ছবির আরেক নায়িকা অপু বিশ্বাস। ছবিটিতে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান। ‘পার্বতী’ চরিত্রে অপু বিশ্বাস ও ‘চন্দ্রমুখী’ চরিত্রে মৌসুমি। অপু বিশ্বাস এর মতে, তিনি ছবিটির প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন,অপরদিকে মৌসুমি পার্শ্ব নায়িকা হিসেবে ছিলেন। সেই হিসেবে শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার প্রধান নায়িকা হিসেবে তারই প্রাপ্য। অপু বিশ্বাস এর এমন মন্তব্য শুনে অবাক হয়েছেন মৌসুমি।