সম্প্রতি চীন সফর করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই সফরেই ই কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সঙ্গে বৈঠক করেন তিনি।
সোমবার নিজের ফেসবুক পেজে তাদের দুজনের একটি ছবিও পোস্ট করেন জাকারবার্গ। এসময় চীনের অর্থনীতি নিয়ে আলোচনা করেন এই দুই ব্যবসায়ী।
বৈঠকে জাকারবার্গ মান্দারিন ভাষায় জ্যাক মা কে বলেন, ‘আমি এখনো চীনা ভাষা ভালো বলতে পারিনা। তাই জ্যাককে অনুরোধ করছি যে উনি যেন ইংরেজিতে আলোচনায় চালিয়ে যান।’ এরপর তিনি বলেন, চীনে অনেক নতুন ইঞ্জিনিয়ার উঠে আসছে। নিশ্চয়ই অনেক কর্মসংস্থান তৈরি হবে।
এদিকে জ্যাক মা বলেন, গত ত্রিশ বছর চীন অর্থনীতিতে দারুণ সময় কাটিয়েছে। কিন্তু এখন সতর্ক  হওয়ার সময় এসেছে। আগামী দুই-তিন বছরে প্রযুক্তিসহ অন্যান্য খাতে জোর দেয়ার কথা বলেন জ্যাক।