Home Hot News Today চিঠি বিলি করার জন্য ব্যবহার করা হবে ড্রোন

চিঠি বিলি করার জন্য ব্যবহার করা হবে ড্রোন

0

ড্রোন বিমান হামলা থেকে শুরু করে মৌমাছির কাজেও ব্যবহার হয়ে আসছে। এবার জানা গেল, সু্ইজারল্যান্ড চিঠি বিলি করার জন্য ড্রোন ব্যবহার করবে।

সুইজারল্যান্ডের পোস্ট অফিসের মুখপাত্র বার্নাহার্ড ব্রুয়েরকি জানিয়েছেন, তারা কাজটি পরীক্ষামূলক করছেন। তিনি বলেন, আমরা এই গ্রীষ্মেই পরীক্ষাটি চালাবো। সফল হলে সেটা হয়তো স্থায়ী হবে। বিশাল এই প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করবে সুইসওয়ার্ল্ডকার্গো এবং মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটারনেট। দেশটির সরকার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপনের জন্যই এই প্রকল্প ব্যবহার করতে চায়। সুইজারল্যান্ডই যে কেবল এই পদক্ষেপ প্রথম নিয়েছে তা কিন্তু নয়। মার্কিন কোম্পানি আমাজন তো ইতোমধ্যে মনুষ্যবিহীন এই বিমান দিয়ে পার্সেল বিলি করার পরিকল্পনা নিয়েছে। – মারকারি নিউজ
আইএস