গরুর হৃৎপিণ্ড দিয়ে বাঁচানো হলো এক নারীকে। গত শনিবার চেন্নাইয়ের ফ্রন্টিয়ার লাইফলাইন হাসপাতালে ঝুঁকিপূর্ণ এক অস্ত্রোপচারের মাধ্যমে ৮১ বছর বয়সী এক নারীর হৃৎপিণ্ডের ভালভে বসানো হয় গরুর হৃৎপিণ্ড দিয়ে তৈরি কৃত্রিম ভালভ। আর এই ভালভ বসানোর পর সেরে উঠছেন হায়দরাবাদের ওই নারী।

৮১ বছর বয়সী ওই নারী হৃৎপিণ্ডের ভালভ সংকুচিত হয়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন।

ফ্রন্টলাইন হাসপাতালের চিকিৎসক কে এম ছেরিয়ান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এই পদ্ধতি আসলে একটি টেকসই পদ্ধতি। এটা এমন সব রোগীর জন্য করা হয়, যাঁদের হৃৎপিণ্ডের মহাধমনি সংকীর্ণ হয়ে গেছে এবং যা ঠিক করতে ওপেন হার্ট সার্জারি করা প্রয়োজন। বিশেষ করে যেসব রোগী উচ্চমাত্রার ঝুঁকির মধ্যে থাকেন, তাঁদের জন্য এ ব্যবস্থা করা হয়।’

এই নারীর ১১ বছর আগে এক দফা ভালভ পুনঃস্থাপন অস্ত্রোপচার হয়েছিল। তবে এ বছরের শুরুতে তাঁর আবারো হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য তিনি দেশের বিভিন্ন হাসপাতালে যান। তবে কোথাও আশার আলোর দেখা পাচ্ছিলেন না তিনি।

ফ্রন্টলাইন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আর আনান্থারামান বলেন, ‘ভীষণ রকম শ্বাসকষ্ট নিয়ে তিনি আমাদের কাছে আসেন। পরীক্ষা করে দেখা যায় যে এর আগে প্রতিস্থাপিত ভালভটি সংকুচিত হয়ে যাচ্ছে। তখন আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।’

সাধারণত এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে অসুস্থ ভালভ সরিয়ে ফেলা হয় এবং নতুন একটি বসানো হয়। তবে ওই রোগীর বয়স বিবেচনায় একে চিকিৎসকরা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার করতে চাইলেন। সে জন্য তাঁরা গরুর হৃৎপিণ্ডের টিস্যু থেকে তৈরি এক ধরনের জৈব-কৃত্রিম ভালভ ব্যবহারের সিদ্ধান্ত নেন। এটি ওই নারীর কুঁচকির পাশের বড় ধমনির মধ্যে একটি ক্যাথেটারের মাধ্যমে প্রবেশ করানো হয়।

৮১ বছর বয়সী ওই নারী কয়েক বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছেন এবং আগে একবার ভালভ প্রতিস্থাপন হওয়ায় পুরো চিকিৎসা পদ্ধতিটি বেশ চ্যালেঞ্জিং ছিল। চিকিৎসকরা জানান, যেহেতু রোগীটি ক্যানসারের চিকিৎসার জন্য রেডিওথেরাপি নিচ্ছিলেন, সে জন্য তাঁর চিকিৎসা করাটা উচ্চ মাত্রার ঝুঁকির ছিল।

তা ছাড়া একই অস্ত্রোপচার আগেও একবার হওয়ায় এবার সেটি বেশ চ্যালেঞ্জিং ছিল।

এ বিষয়ে ডা. আনান্থারামান বলেন, ‘সাধারণ এ ধরনের অস্ত্রোপচারে আমরা পুরোনো ভালভটি সরিয়ে নতুনটি বসাই। কিন্তু এ ক্ষেত্রে পুরো ভালভটির ভেতরেই আমরা নতুনটি বসিয়েছি।’

তিন ঘণ্টার বেশি সময় ধরে চারজন চিকিৎসকের একটি দল এই সফল অস্ত্রোপচার করে। রোগীর অবস্থা স্বাভাবিক হওয়ার পর তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরও করা হয়েছে।