খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
535

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
একই সঙ্গে এই মামলার আরো দুইজন অভিযুক্তের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
দুই মামলায় আজ খালেদা জিয়াসহ অন্যদের আদালতে হাজির হওয়ার কথা ছিল।
কিন্তু আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়।
তবে আদালত তা করে, আদালতে হাজির না হওয়ায় তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে ২৯ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু আরাফাত রহমান কোকোর মৃত্যুর কথা জানিয়ে আদালতে সময়ের আবেদন জানানো হলে, আদালত ২৫ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
পুরনো ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে এই মামলার কার্যক্রম চলছে।
জিয়া অরফানেজ ট্রাস্টে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।
মামলায় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
অপরদিকে ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এই মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।