কারওয়ান বাজারে হামলার সময় খালেদা জিয়ার গাড়িতে গুলিও ছোড়া হয়েছিল বলে দাবি করেছেন তার নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী আকবর।
সোমবার বিকালে হামলার পর প্রচার চালিয়ে রাতে বিএনপি চেয়ারপারসন বাসায় ফিরলে তার উপদেষ্টা গাড়িতে একটি দাগ দেখিয়ে সাংবাদিকদের বলেন, “গ্লাস বুলেট প্রুফ হওয়ায় গুলি ঢোকেনি।”
তিনি যে স্থানটিতে দাগ দেখিয়েছেন, চালকের পেছনে গাড়ির ওই কাচের সঙ্গে বসা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। অন্য পাশের সিটে ছিলেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার গাড়ির সামনে বসা ছিলেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাডামকে লক্ষ্য করেই বুলেট ছোড়া হয়েছে। ওই সময়ে তিনি গাড়িতে ছিলেন।”
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, “দেখুন গাড়ির গ্লাসটি বুলেট প্রুফ থাকার কারণে তিনি (খালেদা জিয়া) বেঁচে গেছেন।
“বাইরের দিকের গ্লাসে বুলেটের আঘাতের চিহ্নটি বড়। খুব কাছ থেকে এই বুলেট ছোড়া হয়েছে। মোস্ট লাইকলি পয়েন্ট টু টু পিস্তলের বুলেট।”
হামলায় ইটের আঘাতে খালেদার নিশান গাড়িটির কাচেও চিড় ধরেছে।
হামলায় আহতদের দেখতে ইউনাইটেড হাসপাতাল হয়ে রাত পৌনে ১০টার দিকে বাসায় ফেরার পর ফজলে এলাহী গাড়িটি সাংবাদিকদের দেখান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার গাড়িতে হামলার ঘটনাটিকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা গুলিও ছুড়েছে।