সমসাময়িক সময়ে অনেকেরি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইছবুক হ্যাক হচ্ছে ।
এর মাঝে বেশি হ্যাক হচ্ছে মেয়েদের একাউন্ট। তারপর হ্যাক হওয়া একাউন্ট থেকে তার বন্ধু অথবা আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নেয়ার নামে প্রতারনা করা হচ্ছে ।

অথচ ফেইছবুকের সকল ব্যবহার প্রণালী জানা থাকলে হ্যাকারদের হ্যাক করাটা শুধু কঠিনই নয় বরং অসম্ভব প্রায়। তাই আমাদের জার্মান বাংলা টীম খুব দ্রুত কিভাবে ফেইছবুক একাউন্ট সিকিউরড করা যায় তার একটি ভিডিও প্রকাশ করে। আমরা আশা করছি এই ভিডিও দেখে অনেকেই তাদের একাউন্ট সিকিউরড করতে সক্ষম হবে ।