বাংলাদেশে গরু পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের কয়েক’শ কসাই হরতাল পালন করছেন। কসাইদের সংগঠন অভিযোগ করছে, বাংলাদেশে গরু পাচার বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। রাজ্য পুলিশ আর বিএসএফও স্বীকার করছে যে, সম্প্রতি পাচারের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত দিয়ে গরু পাচার বন্ধ করে দেয়ার পর মেঘালয়ে নতুন রুটে গরু পাচার করছে চোরাচালানকারীরা। রাজধানী শিলংসহ মেঘালয়ের প্রায় দেড়’শ কসাই এ সপ্তাহ থেকে তাদের দোকানে গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে গরু পাচার বন্ধের দাবিতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের এ হরতাল। খবর বিবিসির। রাজ্যের কসাইদের সংগঠন, খাসি-জয়ন্তিয়া বুচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অভিযোগ করছে বছর খানেক ধরে তাদের অত্যধিক বেশি দামে গরু কিনতে হচ্ছে। মেঘালয়ে মূলত গরু আনা হয় আসামের রাজধানী গুয়াহাটির কাছে খানাপাড়া গরু বাজার থেকে। সেখানকার ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন, কারণ বাংলাদেশে চোরাচালানের জন্য পাচারকারীরা অনেক বেশি দামে গরু কিনে নিচ্ছে আর স্থানীয় কসাইদের কাছ থেকেও একই দাম নিচ্ছে গরু বাজারের ব্যবসাযয়ীরা। মেঘালয়ের প্রায় ৭০ ভাগ মানুষ খ্রিষ্টান এবং এখানে গরু আর শুকরের মাংস খাওয়ার চল খুবই বেশি।