বাংলাদেশ ভারত সীমান্ত কসাই খানায় পরিণত হ‌য়ে‌ছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।‌ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।‌
রিজভী বলেন, বাংলাদেশের সীমান্তে প্রতিদিনই বিএসএফ কর্তৃক মানুষ হত্যা করছে। মানুষ যা‌তে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ কর‌তে না পা‌রে সেজন্য ভারতের তাঁবেদার সরকার সভা কর‌তে দেয় না। শনিবার গুলশানে এ রকম এক‌টি অনুষ্ঠানে বাধা দি‌য়ে বন্ধ ক‌রে দিয়েছে।
‌রিজভী আরো বলেন, দেশের ৯৯ ভাগ মানুষ গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে। জনগ‌ণের মতামত‌কে উপেক্ষা ক‌রে গ্যাসের দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে। এর বিরুদ্ধে বিএন‌পি জনগণ‌কে সা‌থে নি‌য়ে কর্মসূচি দি‌বে।