কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ অভিনেত্রী সোহানা সাবা

0
515

download (5)

দেশের গন্ডি ছাড়িয়ে কলকাতার একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী সোহানা সাবা। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ছবিটির নাম ‘ষড়ঋপু’। রোমান্টিক থ্রিলার এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। এছাড়াও রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও কনিনিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় করবেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

২৬ ফেব্রুয়ারি হয়ে গেল ‘ষড়ঋপু’ ছবির প্রেস কনফারেন্স। চুক্তি এবং প্রেস কনফারেন্সের জন্য বর্তমানে কলকাতায় আছেন সোহানা সাবা। ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। স্বভাবতই আমি খুশি। পরিচালকের এটাই প্রথম ফিচার ফিল্ম হলেও তার কাজ সম্পর্কে আশাবাদী আমি। আমার সঙ্গে অনেক নামকরা অভিনয়শিল্পী কাজ করছেন।’

images (1)

রোমান্টিক থ্রিলারধর্মী এই চলিচ্চত্রটি মূলত নারী প্রধান, এখানে রাকা চরিত্রে অভিনয় করবেন সাবা। আগামী ২ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।