আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেয়া রাশিয়ার মহকাশ যান শুক্রবার ভোররাতের মধ্যে যেকোনো সময় আছড়ে পড়বে ধরাতলে। মহাকাশে থাকা গবেষকদের জন্য খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছিল চালকবিহীন রাশিয়ার মহাকাশযানটি।

কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই পথভ্রষ্ট হয়ে মহাকাশের দিকে ফিরে আসছে। মহাকাশে রওনা দেয়ার পরপরই এই স্বয়ংক্রিয় যানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে রাশিয়া।

রাশিয়ার মহাকাশ মিশন সূত্রে খবর, মস্কোর স্থানীয় সময় ভোররাত ১২-৪৫ থেকে শুক্রবার ভোর ৬-৩৬-এর মধ্যে মহাকাশযানটি আছড়ে পড়বে। ভারতীয় সময় শুক্রবার রাত পৌনে ১০টা থেকে শুক্রবার ভোররাত ৩-৩৬-এর মধ্যে যেকোনো সময় আছড়ে পড়বে।

ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে তা জানা যাবে ভারতীয় সময় রাত ২টায়।
তবে,এ নিয়ে অযথা দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছে রাশিয়া। কারণ ফিরে আসার পথে বায়ুমণ্ডলীয় ঘর্ষণে মহাকাশযানটির বেশির ভাগ অংশই ভস্মীভূত হয়ে যাবে। খুব সামান্য অংশই ভূপৃষ্টে এসে পড়বে।

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রয়োজনীয় রসদ পাঠাতে বছরে তিন থেকে চারটি এ ধরনের মহাকাশযান পাঠায় রাশিয়া।