Home Hot News Today ঐশ্বরিয়ার রূপের এক রহস্য ফাঁস করলেন রেখা

ঐশ্বরিয়ার রূপের এক রহস্য ফাঁস করলেন রেখা

0
ঐশ্বরিয়া যখন তার মায়ের পেটে, তখন তার মা খালি আমার ছবি দেখতো। তার ফলেই সে এমন রূপসী হয়েছে।’ কথাগুলো বলেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা রেখা।
সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড’। এই অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে দেওয়া হয় ‘মোস্ট গ্ল্যামারস স্টার’ এর শিরোপা। ঐশ্বরিয়ার হাতে পুরস্কার তুলে দেন রেখা। ঐশ্বরিয়া যখন রেখার হাত থেকে পুরস্কার গ্রহণ করতে স্টেজে ওঠেন তখন রেখা হাসতে হাসতে অ্যাশের সৌন্দর্য সম্পর্কে ওই গোপন কথাটা ফাঁস করেন।
রেখার এই কথায় ঐশ্বরিয়াও সম্মতি জানান। রেখা ও ঐশ্বরিয়ার সম্পর্ক প্রথম থেকেই খুব ভালো। তাই রেখা যখনি সুযোগ পান ঐশ্বরিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন।
গত বছর ঐশ্বরিয়া সঞ্জয় গুপ্তার ছবি ‘জাজবা’-এর জন্য ‘পাওয়ার প্যাকড পারফর্মার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। সেই সময়ও রেখা তার হাতে এই পুরস্কার তুলে দেন। স্টেজে উঠে ঐশ্বরিয়া তখন বলেছিলেন, ‘মা এর হাত থেকে পুরস্কার নিতে দারুণ লাগে।’