প্রতিটি ভাষায় মনের ভাব প্রকাশ বা যেকোনো কাজ সম্পাদন বোঝাতে মুল প্রয়োজন “ভার্ব”।আজকের পর্বে আমরা জার্মান ভার্বের সাথে পরিচিত হব। জার্মান ভাষায় রয়েছে রেগুলার এবং ইরেগুলার ভার্ব। নিচের ছবিতে বিস্তারিত প্রকারভেদে ভার্বের বর্ণনা দেয়া হল।
নিচের ছবিতে প্রতিনিয়ত ব্যবহৃত বেসিক জার্মান ভার্ব গুলর ধারনা দেয়া হল। জত বেশী ভার্ব জানবেন তত বেশী ভাষা সমৃদ্ধি অর্জন করবেন।
সামনের পর্বগুলতে আমরা ভার্ব এর ব্যবহার শিখব। আশা করি পাশে থাকবেন। জার্মান বাংলা টীম এর এই ছোট্ট প্রয়াশ শুধু মাত্র আপনাদের জন্য। একটু হলেও জেন আমরা আপনাদের উপকারে আসতে পারি সেই প্রত্যাশা আমাদের।