এই পর্বে আমরা জার্মান আর্টিকেল কিভাবে সহজে সনাক্ত বা চিহ্নিত করা যায় তা দেখব। জার্মান আর্টিকেল খুব জটিল মনে হলেও বুঝে পড়লে এবং কয়েকটা বিষয় মাথায় রাখলেই সেটা অনেক সহজ হয়ে যাবে।
নিচে প্রত্যেকটি জার্মান আর্টিকেল এর জন্য ভিন্ন ভিন্ন ছবি দেয়া হল যা থেকে আমরা অতি সহজেই কোন শব্দের জন্য কোন আর্টি$কেল ব্যাবহার করব সেটা জানতে পারব।
শব্দের অর্থের প্রকারভেদে আর্টিকেল ব্যাবহার হয়। সাভাবিক ভাবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে সর্বদা আর্টিকেল Der বসে। দিন এবং মাসের খেত্রেও বেতিক্রম নয়। কিছু কিছু শব্দের শেষের অংসের উপর ভিত্তি করেও আর্টিকেল ব্যবহৃত হয়।
মহিলাবাচক শব্দের খেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে কিছু কিছু শব্দের বেলায় এই প্রচলিত নিয়ম বহির্ভূত। এদেরকে ব্যতিক্রমধর্মী শব্দ হিসেবে জানা হয়।
জার্মান আর্টিকেল আয়ত্ত করার একমাত্র মন্ত্র হল নিয়মিত মনজগ সহকারে চর্চা। প্রয়জনে পাঠ্য বইএর বাইরে বিভিন্ন ওয়েবসাইট থেকে মূল্যবান তথ্য আহরন করা যেতে পারে।
আমাদের এই ছোট প্রচেষ্টা আপনাদের খানিকটা উপকারে এসে থাকলে তবেই আমরা সফল। সামনে আরও ভাল কিছু দেয়ার লক্ষে নিবিদিত প্রান নিয়ে এগিয়ে যাব। সবার অনুপ্রেরনা এবং একাগ্রতা কাম্য।