টুইটারের পর ডিজিটাল মিডিয়ায় নিজের উপস্থিতিকে আরও জোরালো করতে আজ বুধবার ‘নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ’ এর সূচনা করলেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড-নির্ভর এই মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে দ্রুত বার্তা ভাগ করে নিতে পারবেন তিনি। আবার, দেশবাসীও সরাসরি তাঁকে মেসেজ ও ই-মেল পাঠাতে পারবেন। একই সঙ্গে, যে কোনও বিষয়ে দেশবাসীর সঙ্গে মতামত ও বিচার বিনিময় করতে পারবেন প্রধানমন্ত্রী।
এই সম্পর্কে বলতে গিয়ে এদিন টুইটারে মোদি লিখেন, নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপের সূচনা হলো। আসুন, মোবাইলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করি। এই অ্যাপের অনেক অভিনব বৈশিষ্ঠ্য রয়েছে। প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারেন। মতামত স্বাগত।
অ্যাপের বিবরণে বলা হয়েছে, ডাউনলোড করে যে কোনও জায়গায়, যে কোনও সময়ে খবরের হাল-হকিকৎ জেনে নিন। এই অ্যাপের মাধ্যমে আপনি একদিকে যেন একেবারে টাটকা খবর পাবেন, তেমনই সরাসরি প্রধানমন্ত্রী এবং মান কি বাত এর পক্ষ থেকে মেসেজ ও ই-মেল পাওয়ার অভিনব সুযোগও থাকবে আপনার সামনে।