ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হয়েছেন আবদুল মাতলুব আহমাদ। প্রথম সহসভাপতি হয়েছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য আলী আশরাফ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। চূড়ান্ত ঘোষণা দেয়া হবে ২৮ মে।