ঈদ উপলক্ষে ১৬টি বাংলা ছায়াছবি প্রচার করবে এটিএন বাংলা। এ ১৬টি ছবির মধ্যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ১০টি ছবি। ছবিগুলো হল- ভুল যদি হয়, রাজাবাবু, সুইট হার্ট, ছিন্নমূল, প্রেম মানে না বাধা, ফুল অ্যান্ড ফাইনাল, খোদার পরে মা, আজব প্রেম, ভালবাসা এক্সপ্রেস এবং আমার চ্যালেঞ্জ।
ঈদের দিন সকাল ১০টা ৩০ মিনিটে হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘রাজাবাবু’। ঈদের পরদিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’।
ঈদের ৩য় দিন বিকাল ৩টা ১০ মিনিটে প্রচার হবে কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে সাফি ইকবালের ‘প্রেম মানে না বাধা’। ঈদের ৪র্থ দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘ফুল অ্যান্ড ফাইনাল’। ঈদের ৫ম দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে শাহীন সুমনের ‘খোদার পরে মা’।
ঈদের ষষ্ঠ দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। ঈদের ৭ম দিন সকাল ১০টা ৩০ট মিনিটে প্রচার হবে সাফি উদ্দিন সাফির ‘ভালবাসা এক্সপ্রেস’। এ ছাড়া দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘আমার চ্যালেঞ্জ’।