এই মুহূর্তে নির্বাচন নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলো নিষ্পত্তি করে তার সাজার ব্যবস্থা করার প্রতি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘রাজনৈতিকভাবে এই মুহূর্তে নির্বাচন অগ্রাধিকার নয়, অগ্রাধিকার হল খালেদা জিয়ার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তার সাজার ব্যবস্থা করা।’
কুষ্টিয়া সার্কিট হাউসে শনিবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেছেন প্রকাশ্যে। প্রকাশ্যেই সবার সঙ্গে কথা বলেছেন। যা করেছেন তা যুক্ত বিবৃতিতে হয়েছে। এখানে লুকোচুরির কোনো বিষয় নেই।’
জাসদ নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া গোপনে নরেন্দ্র মোদির কাছে তোষামোদি করেছেন, অভিযোগ করেছেন। এটা জাতির জন্য লজ্জাজনক।’
ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে ধূম্রজাল তৈরি না করার জন্য বেগম জিয়া ও বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই সম্পর্ককে গতিশীল করার চেষ্টা করছি এবং ইতিবাচক ফল পাচ্ছি।’
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।