আল কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা একিউআইএস দাবি করেছে, তারাই বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে হত্যা করেছে। আল কায়েদাসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতার ওপর নজরদারি করে থাকে এমন একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটের বরাত দিয়ে এএফপি আজ রবিবার এ তথ্য জানায়।
অভিজিতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানে আরও হত্যাকাণ্ডের দায়ও দলটির প্রধান আসিম উমর নিচ্ছেন বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইটইন্টিলিজেন্ট গ্রুপ জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামের ওই ওয়েবসাইটের বরাত দিয়ে এএফপি বলেছে, গতকাল শনিবার জিহাদিদের ফোরামে একটি ভিডিওবার্তা পোস্ট করা হয়। সেখানে একিউআইএস-এর নেতা অসিম ওমর দাবি করেন, তাঁর সংগঠনের লোকজনই অভিজিৎকে হত্যা করেছে।
এপ্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি সাংবাদিকদের কাছেই শুনেছি। এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাচ্ছি না।’
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে সাড়ে নয়টার দিকে বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাতে হামলা হয় অভিজিৎ ও বন্যার উপর। হামলাকারীদের চাপাতির আঘাতে নিহত হন অভিজিৎ। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা প্রাণে বেঁচে গেলেও হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন।