ফতুল্লার উত্তর চাষাঢ়া এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে সাগর শরীফ (৩৮) নামে আমেরিকা প্রবাসীর রহস্যজনক মৃত্যুর ১৩ দিন পর হত্যা মামলা দায়ের হয়েছে।

ঘটনার পরে নিহতের পরিবার প্রথমে মদ খেয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার কথা বললেও মঙ্গলবার রাতে নিহতের ছোট ভাই ওমর শরীফ শাওন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় নিহতের বন্ধু তানভীর আহম্মেদকে আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই আতাউর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।

নিহত সাগর শরীফ উত্তর চাষাঢ়া এলাকার শাওন সাগর ভিলার মালিক সাদেক আলীর ছেলে। সে গত এক মাস আগে আমেরিকা থেকে দেশে আসে। ৮ মার্চ বুধবার ভোরে সে বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যায়।

এলাকাবাসী ঘটনার সময় জানান, ছাদের চার পাশে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতায় দেয়াল করা ছিল। এর উপর দিয়ে একজন লোক নিচে পড়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি করে ছিলেন এলাকাবাসী।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন যুগান্তরকে জানান, বিষয়টি তদন্ত চলছে এবং লাশের ময়না তদন্ত করা হয়েছে।