আফগানিস্তানের পার্লামেন্টে সমন্বিত তালেবানদের হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন বন্দুকধারী তালেবান নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। খবর বিবিসি। আক্রমণকারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের আগে বাইরে একটি বড় গাড়ি বিস্ফোরণ ঘটায়।

বন্দুকধারীদের সঙ্গে যখন গোলাগুলি বন্ধ ছিল তখন পুলিশ প্রাঙ্গণটি খালি করার চেষ্টা করে। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাসুম স্তানিকজইয়ের আজ পার্লামেন্টে যাওয়ার কথা ছিল।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, কাবুলের ধামাজাং এলাকায় আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।