২০-দলীয় জোটের শরিকদের নিয়েও বসছেন বিএনপি
২০-দলীয় জোটের শরিকদের নিয়েও বসছেন বিএনপি

দলের নীতিনির্ধারকদের নিয়ে ‘জরুরি বৈঠকের’ পর এবার ২০-দলীয় জোটের শরিকদের নিয়েও বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে খালেদা জিয়ার মামলার কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জোটের অবস্থান এবং পরবর্তী কর্মকৌশলসহ বেশ কিছু বিষয় প্রাধান্য পেতে পারে বলে জোট নেতারা মনে করছেন।

এর আগে গতকাল শনিবার রাতে দলের নীতিনির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।