১৯৭১ সালের মতো পাকিস্তান ফের বিভক্তির মুখে পড়তে পারে - নওয়াজ শরীফ
১৯৭১ সালের মতো পাকিস্তান ফের বিভক্তির মুখে পড়তে পারে - নওয়াজ শরীফ
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সতর্ক করেছেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি শ্রদ্ধা না দেখালে পাকিস্তান ১৯৭১ সালের মতো ফের বিভক্তির মুখে পড়তে পারে। ওই সময় পাকিস্তান থেকে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিভক্ত হয় বাংলাদেশ।
শুক্রবার আইনজীবীদের সমাবেশে সুপ্রিম কোর্টের সমালোচনা করে এই মন্তব্য করেন নওয়াজ শরীফ। এর একদিন আগে লাহোর হাইকোর্ট নওয়াজ শরীফ এবং তার দলের বিচার বিভাগের বিরুদ্ধে করা মন্তব্য সমপ্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এক রায়ে তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং এরপর তিনি পদত্যাগ করেন।
তিনি তার এবং পরিবারের বিরুদ্ধে তদন্ত করার জন্য গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন। তিনি বলেন, এই প্রথম যৌথ তদন্ত কমিটিতে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এবং মিলিটারি ইন্টেলিজেন্স সংযুক্ত হয়েছে। অথচ এই সব সংস্থা সন্ত্রাসবিরোধী এবং নিরাপত্তা সংক্রান্ত কাজে নিয়োজিত।
নওয়াজ শরীফ বলেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় ইতিহাসে ‘অন্যায্য রায়’ হিসেবে বিবেচিত হবে। এদিকে নওয়াজ শরীফ ফের গতকাল সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছেন। খবর দ্য হিন্দু ও ডন।