সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে- খন্দকার মোশাররফ হোসেন
সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে- খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত। অর্থনীতি স্থবির। বিদেশি বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। সর্বত্র চরম অস্থিরতা বিরাজ করছে। কর্মসংস্থান না থাকায় মেধাবী শিক্ষিত বেকার যুবকরা হতাশা থেকে জঙ্গিবাদ, মাদকসহ সমাজবিরোধী নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন এবং এজন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের বিকল্প নেই।
আজ মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ড. মোশাররফ বলেন, সরকারের ইশারায় পাবলিক পরীক্ষায় পাশের হার বাড়ানো-কমানো হচ্ছে, যা নজিরবিহীন। অতীতে দেশে এ নজির ছিল না। বিগত বছরগুলোতে সরকার পাশের হার বাড়িয়ে শিক্ষার গুণগতমান ধ্বংস করেছে।
মানুষের নানা সমালোচনার মুখে এ বছর পাশের হার কমাতে গিয়ে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণহীন ও বিপর্যস্ত করে ফেলেছে। আর এর জন্য সরকারই দায়ী বলে তিনি মন্তব্য করেন।
কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন, সাবেক জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।