সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্পেনে মিছিল-সমাবেশ করলেন ৫০ হাজারের বেশি মানুষ
সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্পেনে মিছিল-সমাবেশ করলেন ৫০ হাজারের বেশি মানুষ

সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্পেনের বার্সেলোনায় মিছিল-সমাবেশ করলেন ৫০ হাজারের বেশি মানুষ। শনিবারের এই আয়োজনে জঙ্গিবাদ রূখে দেয়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা। মূলতঃ কেন্দ্রীয়, প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ স্পেনের রূপ ফুটিয়ে তুলতে ছিলো এই উদ্যেগ।  স্পেনের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজা ষষ্ঠ ফিলিপ যোগ দিলেন কোন বিক্ষোভ-কর্মসূচিতে। তার সাথে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়সহ, স্বায়ত্ত্বশাসিত কাতালান ও মন্ত্রিসভার নেতাকর্মীরা। ছিলেন জরুরী উদ্ধারকর্মী, ট্যাক্সি ড্রাইভার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

গত ১৭ আগস্ট বার্সেলোনা ও ক্যামব্রিলসে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় আততায়ীরা। ঐ হামলায় প্রাণ হারান কমপক্ষে ১৫ জন; আরও ১২০ জন আহত হন। পুলিশের পাল্টা অভিযানে নিহত হয় আট সন্দেহভাজন হামলাকারী। দু’জন কারাগারে, বাকি দুজনকে জামিন দেয়া হলেও রাখা হয়েছে নজরদারিতে। হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। সূত্র: যমুনা টিভি