উত্তর কোরিয়া কর্তৃক যুক্তরাষ্ট্রের গোয়ামে হামলার হুমকির পর যুদ্ধের জন্য জাপান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী ইতসুনোরি ওনোদেরা। খবর আনাদলু এজেন্সির।

জাপানি প্রতিরক্ষমন্ত্রী বলেন, জাপান দেশটির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী পিএসি-৩ প্রযুক্তি স্থাপন করছে, যাতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানের সীমা লংঘন করতে না পারে।

দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইয়ুশিহিদে ছুগা জানিয়েছেন, আমরা সম্পূর্ণ সজাগ রয়েছি। এখন আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

জাপানের সীমানায় যেকোনো ক্ষেপণাস্ত্র পেলে ভূপাতিত করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দুই দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার হুমকির জবাবে কটা হুশিয়ারি দেন। উত্তর কোরিয়াকে আগুণের উন্মত্ততায় জ্বলতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে উত্তর কোরিয়া চলতি মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়ামে পারমানবিক হামলা চালানো হবে বলে ঘোষণা দেন।

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাগযুদ্ধ চলছে। তবে সম্প্রতি বাগযুদ্ধ আসল যুদ্ধের দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।