যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-বাগদাদি শহরের পুলিশপ্রধানসহ অন্তত ১১ জন নিহত
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-বাগদাদি শহরের পুলিশপ্রধানসহ অন্তত ১১ জন নিহত

ইরাকের আল-বাগদাদি শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ওই শহরের পুলিশপ্রধানসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরাকের আনবার প্রদেশের আল-বাগদাদি শহরে হেলিকপ্টার থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায়। খবর আনাদলু এজেন্সির।

আনবার প্রদেশের রাজধানী রামাদি থেকে পশ্চিমে এই হামলা হয় বলে স্থানীয় গণমাধ্যম শনিবার সকালে জানিয়েছে। ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন বলেছে, মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে মার্কিন সেনারা কেন এই হামলা চালিয়েছে, তা পরিষ্কার নয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের হামলায় দায়েশ সন্ত্রাসীদের তেমন কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বহুবার ইরাক ও সিরিয়ায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।