মেয়র পদে নির্বাচন নিয়ে অবশেষে মুখ খুললেন অনন্ত
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশকিছু অনলাইন মিডিয়ায় ঢাকা উত্তরে মেয়র পদে অনন্ত জলিল নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে সংবাদ প্রকাশিত হয়। যদিও এটা নিয়ে অনন্ত টু শব্দটুকু করেননি। অবশেষে তিনি মুখ খুললেন।
গতকাল রাতে অনন্ত জলিল তার ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কারসহ নির্বাচনে আসার কোন অভিপ্রায় বা উদ্দেশ্য নেই বলে ঘোষণা দেন।
অনন্ত বলেন, ‘আমি কখনো রাজনীতি করিনি এবং করবোও না। কারণ রাজনীতির জন্য আমি নই। আপনারা সবাই জানেন আমি একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা মাত্র। আমার প্রতি ভক্তগনের ভালবাসার আবেগের কারণে বলেছিলো আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। কিন্তু আমি তা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি।
তিনি আরো বলেন, ‘আবারো স্পষ্টভাবেই বলছি আমি রাজনীতিতে আসবো না। এমন কি কখনোও বিজিএমইএ, বিকেএমইএ এবং চলচ্চিত্র পরিষদের কোন ইলেকশনও আমি করিনি, সেখানে রাজনৈতিক তো অনেক বড় বিষয়।’
অনন্ত জানান, এ বিষয়ে পরিষ্কার করার পরও দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে মেয়র হওয়ার দৌড় ঝাঁপ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সাথে কথা না বলে মিথ্যা উদ্ধৃতি প্রকাশ করে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না। আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই।