Home আজকের গরম খবর মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন কমছে ১০ শতাংশ!

মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন কমছে ১০ শতাংশ!

0
মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন কমছে ১০ শতাংশ!

মালয়েশিয়ার মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানো হবে। দেশটির নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

মাহাথির মোহাম্মদ বলেন, মন্ত্রীদের বেতন ১০ শতাংশ হ্রাস করা হবে। মালয়েশিয়ার আর্থিক সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আর এটি প্রমাণিত হবে নতুন এ পদক্ষেপের মাধ্যমে।

তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় এর আগের সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্য থেকে ১৭ হাজার সরকারী কর্মচারীকে ছাঁটাই করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, ১৯৮১ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আমার প্রথম পদক্ষেপ ছিল মন্ত্রী ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের বেতন কর্তন।

তিনি জানান, মালয়েশিয়া বর্তমানে ১ ট্রিলিয়ন রিঙ্গিতেরও বেশি বৈদেশিক ঋণের কবলে পড়েছে যা মোট জিডিপির ৬৫ শতাংশের সমান।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া