ভোট কারচুপি, কেন্দ্র দখল ও এজেন্টদের উপর হামলার অভিযোগ এসে ভোট বর্জন করলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রবিবার রাজধানীর বারিধারায় নিজ বাসায় দুপুর পৌনে ২টায় এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
পার্থ অভিযোগ করেন, ‘সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘কালাচাঁদপুর হাইস্কুল ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বাবুল কমিশনারের নেতৃত্বে বিএনপির এজেন্টদের ওপর হামলা, মারধর করা হয়েছে। এসময় তারা এজেন্টদের কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী প্রতীকে লড়ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।