পয়লা বৈশাখের আনন্দে মেতে ওঠেছে রাজধানীবাসী। ভোর না হতেই শাড়ি পাঞ্জাবি পরে নারী-পুরুষরা দিনভর বেরিয়েছেন। রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে বিচরণ করেছেন রাজধানীবাসী। তবে ভুভুজেলার শব্দ রাজধানীবাসীর আনন্দ অনেকটাই মাটি করে দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, শিশু-কিশোর, যুবক-যুবতী অনেকের হাতে ভুভুজেলা বাঁশি দেখা গেছে। অল্প দামের এই বাঁশিটি অনবরত ফুঁকেছেন তারা। এর বিরক্তিকর শব্দে অতিষ্ঠ হয়েছেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে বের হওয়া নগরবাসী।
ভুভুজেলার শব্দে অতিষ্ঠ কয়েকজন জানান, আইনশৃঙ্খলা বাহিনী বৈশাখী অনুষ্ঠানের ব্যাপারে অনেক নিয়ম-কানুন করেছে। ভুভুজেলাটা নিষিদ্ধ করলে বর্ষবরণটা আরেকটা স্বস্তিতে কাটানো যেতো।
মঙ্গলবার বিকালে রমনা বটমূল থেকে আসা এক সংবাদকর্মী অভিযোগ করে বলেন, পয়লা বৈশাখে আনন্দ উপভোগ করতে গিয়েছিলাম শাহবাগ-রমনা এলাকায়। কিন্তু ভুভুজেলার শব্দে কানটা ঝালাপালা হয়ে গেছে। বৈশাখী আনন্দটাই মাটি হলো বিরক্তিকর এই বাঁশিটির কারণে।
মঙ্গলবার দুপুরে অফিস থেকে বাসায় ভাত খেতে যান এক সংবাদকর্মী। মগবাজারের নয়াটোলার বাসায় ওঠতে ভুভুজেলার শব্দে তিনিও অস্থির। তার বাসার চারপাশের ছাদে ও বাসার বেলকনিতে ছোট ছোট বাচ্চারা অনবরত বাজিয়েছে ভুভুজেলা। অভিভাবকরা তো মানা করছেই না, কেউ মানা করলেও শিশুরা তা শুনছে না।
প্রসঙ্গত, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে প্রথম নজরে আসে ভুভুজেলা। বিরক্তিকর শব্দ তৈরির কারণে সেবার খেলার মাঠেও এটি নিষিদ্ধের দাবি ওঠে। পরে ২০১৪ সালের বিশ্বকাপে ভুভুজেলা আর দেখা যায়নি।