ধর্ষণের অপরাধে ব্রাজিলিয়ান ফুটবলারকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে ইতালির এক আদালত। ২০১৩ সালে ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে রবিনহো ও ৫ ব্রাজিলিয়ান একটি নাইটক্লাবে গণধর্ষণ করেন।
২০১৫ পর্যন্ত এসি মিলানে খেলা রবিনহো বিচারকার্যের সময় অনুপস্থিত ছিলেন, আইনজীবীর মাধ্যমে তিনি আদালতকে অবহিত করেছেন তিনি দোষী নন। আপিলের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দণ্ড স্থগিত থাকবে। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলেছেন। বর্তমানে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলেন। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে রবিনহো বলেন, আমি এই অভিযোগের জবাব দিয়েছি। অভিযোগ অস্বীকার করেন তিনি। এই বিষয়ে প্রযোজ্য আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সান্তোসের হয়ে ক্যারিয়ার যখন শুরু করেন রবিনহোকে অনেকে নতুন পেলে অভিহিত করেছেন। রিয়াল মাদ্রিদে চার মৌসুমে দুটি লা লিগা জেতেন, ২০০৮ সালে সেই সময় ইংলিশ রেকর্ড ৩২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।