নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন প্রধানমন্ত্রী!
নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন প্রধানমন্ত্রী!

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন অন্তঃসত্ত্বা। আগামী জুনে তার সন্তান জন্ম দেবেন- এই শুভ সংবাদটি তিনি নিজেই ঘোষণা দিলেন।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- ‘২০১৭ সালের বছরটি আমাদের জন্য শুভযোগ ছিল।’ সন্তান জন্মের পর ছয় সপ্তাহের ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন জাসিন্ডা।

বিবিসি জানিয়েছে, সন্তান আগমনের ঘোষণা দেয়ার পর প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

১৮৫৬ সালের পর থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরডার্ন। গত অক্টোবরে তিনি কেন্দ্রীয় বাম (সেন্টার লেফট) জোট গঠন করেছেন। তার বয়স মাত্র ৩৭ বছর।

প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ছয় দিন আগে জাসিন্ডাজানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

শুক্রবার নিউজিল্যান্ড হেরাল্ডকে দেয়া এক বিবৃতিতে জাসিন্ডাবলেন, ‘আমি যখন ছুটিতে থাকব তখন পিটার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আমার কার্যালয়ে তিনি কাজ করবেন এবং সব বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন’।

ছয় সপ্তাহ ছুটিতে থাকাকালীন যখনই প্রয়োজন হবে, তখনই তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও জানান জাসিন্ডা।