জাপানের রাজধানী টোকিওতে শুরু হওয়া পৃথিবীর বৃহত্তম পর্যটন মেলা ‘ট্যুরিজম এক্সপো জাপান-২০১৮’ এ অংশ নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল থেকে টোকিওর বিগ সাইটে শুরু হয় এ মেলা। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
সকালে মেলার বাংলাদেশ অংশের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এসময় তিনি বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদল ও পর্যটন প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেলার খোঁজ খবর নেন। পরে তিনি বাংলাদেশ প্যাভিলিয়নের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছে- বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং দেশের পর্যটন খাতের দশটি প্রতিষ্ঠান। এবারের মেলায় বাংলাদেশের বুদ্ধিস্ট হেরিটেজকে গুরুত্ব দিয়ে জাপানীদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
জাপানে সকল বাংলাদেশিকে তাদের বন্ধু-বান্ধবসহ মেলা পরিদর্শন করার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।