তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে প্রযুক্তির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান সরকার তাই তথ্য প্রযুক্তিগত শিক্ষাকে গুরুত্ব দিয়ে একের পর এক বিভিন্ন প্রয়োজন ভিত্তিক প্রকল্প বাস্তবায়ক করে যাচ্ছে।
রবিবার প্রতিমন্ত্রী আঞ্চলিক স্কাউট ট্রেনিং সেন্টারে ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট- (এল ই ডি পি)’ এর অধীনে স্থাপিত একটি আইসিটি ক্লাবের উদ্বোধন কালে এই কথা বলেন।
এ সময় জুনায়েদ আহমেদ বলেন, আগামী দিনে যুব সমাজই ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মাধ্যমে বর্তমান সরকার জ্ঞান ভিত্তিক যুব সমাজকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।