জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারত সরকার
জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারত সরকার

বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারত সরকার। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছিল এনআইএ। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

তদন্তের স্বার্থে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও তা কর্ণপাত করেনি জাকির নায়েক। চলতি সপ্তাহের মঙ্গলবার মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তার পাসপোর্ট বাতিল করা হয়। আর এই মাসের ১৩ তারিখের মধ্যে ভারতে না ফিরলে তাকে চরম ফল ভুগতে হতে পারে। এই বিষয়ে অনেক আগেই জাকির নায়েককে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই কথায় গুরুত্ব না দেওয়ায় তার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

উসকানিমূলক বক্তব্য প্রচার, সন্ত্রাসে অর্থ সাহায্য, বিদেশে ভারতীয় মুদ্রা পাচার, ধর্মান্তরকরণের মতো মারাত্মক অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। ২০১৬ সালে ঢাকার গুলশান হামলার সঙ্গেও জাকিরের যোগসূত্র পাওয়া যায়। এর পর বাংলাদেশ সরকারের অনুরোধে জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত বছরের ১৮ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে এনআইএ। এরই মধ্যে তাঁর প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) অবৈধ সংগঠন বলে ঘোষণা ও তাঁর টেলিভিশন চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর