‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় এগিয়ে আসতে হবে সবাইকে’
‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় এগিয়ে আসতে হবে সবাইকে’
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দেশের জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তী মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন অভীস্ট-১৩ অর্জনে খসড়া কর্মপরিকল্পনা পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন একটি বড় সমস্যা। এটা মোকাবেলা করতে পারলে তা দেশের অন্যান্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। যে কোন উন্নয়ন অপ্রয়োজনীয় মনে হবে যখন জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবেলায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবো না।’
তিনি বলেন, এসডিজি এজেন্ডা বাস্তবায়নের উন্নয়নকে ধরে রাখতে হলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের উপর জোর দিতে হবে। নইলে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন সমস্যার সমাধান সম্ভব নয়।
মঞ্জু বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লাঘবে আমাদের ভূমিকা খুবই নগন্য, উন্নত বিশ্বের বড় বড় দেশের উপরই এটি নির্ভর করে। জলবায়ু তহবিল, টেকনোলজি, সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু প্রশমন হ্রাস সংক্রান্ত বিষয়ে উন্নত বিশ্বের ভূমিকাই মুখ্য।’