জন্মদিনে দলকে সেরা উপহারটাই দিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নারকে ১২৩ রানে ফেরালেন তিনি। গালিতে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন ব্যাট হাতে ব্যর্থ ইমরুল কায়েস। এর আগে গ্লেন ম্যাক্সওয়েলের সহজ একটা ক্যাচ ছেড়ে দেন মেহেদী মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৮।
দিনের প্রথম সাফল্য আসে হ্যান্ডসকম্বের রানআউটে। সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে ১৪৪ বলে ৮২ রান করে আউট হয়ে যান হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্বের বিদায়ের পর কিছুটা ভয় পেয়ে যান ওয়ার্নার। ৯৯ রানে বেশ কিছুক্ষণ ব্যাট করেন তিনি। অবশেষে নাসিরকে বাউন্ডারি হাঁকিয়ে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকান দুইবার জীবন পাওয়া ওয়ার্নার।
আজ বুধবার তৃতীয় দিনের প্রথম সেশন ভেসে যায় বৃষ্টিতে।
টানা দেড় ঘণ্টার প্রবল বৃষ্টির পর মাঠ খেলার উপযোগী করা হয়। জহুর আহমেদ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা দেশের সবগুলো স্টেডিয়ামের মধ্যে সেরা। তাই বৃষ্টি থামার আধ ঘণ্টার কিছু বেশি সময় পরই মাঠ খেলার উপযোগী হয়। বেলা সোয়া ১টায় তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়। এর আগে ৩০৫ রানে প্রথম ইনিংস শেষ হয়েছিল বাংলাদেশের। সাব্বিরের সর্বোচ্চ ৬৮, মুশফিক ৬৬ এবং নাসির ৪৫ রানের ইনিংস খেলেন।