ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তার্কু শহরের পুওতুরি মার্কেট স্কয়ার এলাকায় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে এখনও কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে জার্মানিতে ছুরি হামলায় একজন নিহত হয়েছে। গতকাল এলবাফেলড এলাকায় এই হামলা হয়। পুলিশ হামলাকারীকে ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছে।
ফিনল্যান্ডে হামলায় আহত ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ প্রধান সেপ্পো কোলেমেইনেন জানিয়েছেন, এটি সন্ত্রাসী হামলা কিনা সেটি এতো দ্রুত নিশ্চিত করা সম্ভব নয়। হামলার পর লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজনের খোঁজে বাস, ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বিবিসি ও সিএনএন।